আমার কাছে গণতন্ত্র মানে মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক পক্ষ নেবার এবং না নেয়ার অধিকার। নাগরিকদের এই ক্ষমতাগুলোর উপর রাষ্ট্রের উন্নতি ও অগ্রগতি নির্ভর করে। বর্তমানে উন্নত রাষ্ট্র বলতে আমি আমেরিকা বুঝি। আমার এক নিকটাত্মীয় ডিভি লটারিতে আমেরিকায় গিয়েছে আজ অনেক বছর হল। তার যাবার পাঁচ বছর পর সে দেশে বেড়াতে আসলে আমি তার কাছে জানতে চেয়েছিলাম, আমেরিকা কেমন। উত্তরে সে বলেছিল, 'আমেরিকা পৃথিবীর বুকে একটা স্বর্গ। বিদ্যুত কখনো যায় না, মানহীন পন্য নেই, যাতায়াতের সমস্যা নেই, যা ইচ্ছা করতে পারবা, যা বলতে চাও পারবা। উন্নত শিক্ষা ব্যবস্থা, আমার মেয়ে স্কুলে গিয়ে পড়াশোনায় যত আগ্রহী তাতে আমি অবাক!’ সেই থেকে উন্নত রাষ্ট্রের একটা চিত্র আমার মনে গেঁথে আছে। আমেরিকার সংবাদমাধ্যমের সাথে আমি অপরিচিত নই। প্রেসিডেন্ট নির্বাচনের সময় তাদের পক্ষ নেয়া কয়েক দশকের লালিত বৈশিষ্ট্য। আর তাই গতকাল নিউ ইয়র্ক টাইমসে ট্রাম্পের পক্ষ নেয়া দেখে আমি অবাক হইনি। অবাক হয়েছি পক্ষ নেয়ার ধরণে। এনওয়াইটির সম্পাদকমন্ডলী এক মতামতে ট্রাম্পকে ভোট না দিতে আহবান জানিয়ে লিখেছে ‘ট্রাম্প নেতৃত্ব দিতে অক্ষম’, ‘ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি,’ ‘ট...