শূন্য নদী, শুকনা বিল — তবু বিলজোয়ানা অভয়ারণ্য!


রাজশাহীর বরেন্দ্র (Barind) অঞ্চলের একসময়ের প্রাণবন্ত শিব নদী (Shib River) আর বিলজোয়ানা বিল (Biljowana Wetland)। এখন সেখানে পানি নেই, মাঠ ফাটছে, নেই মাছ কিংবা পাখি। জেলেরা ছুটছে শহরে জীবিকার খোঁজে। এই পরিস্থিতিতে এলাকাটি হয়েছে 'Biljowana Wetland Wildlife Sanctuary'। সরকার জলজ প্রানীর অভয়ারণ্য ঘোষণা করলেও, স্থানীয়রা ভুগছে অনিশ্চয়তায়। এই ভিডিওতে দেখুন বাস্তব চিত্র — কী হারিয়েছে বিল, কী আশা জাগছে নুতন ঘোষণায়। যেখানে নদী শুকিয়ে গেছে, বিলে মাছ নেই, সেখানে অভয়ারণ্য কেমন করে কি করবে? এই ভিডিওতে দেখবেন বাস্তবের গল্প - কেমন করে Barind region environment বদলে গেছে, Fish crisis in Bangladesh কীভাবে প্রভাব ফেলছে, Climate change Barind অঞ্চলে কী ধরণের প্রভাব ফেলছে, এবং Dry wetland documentary হিসেবে বিলজোয়ানার তথা রাজশাহীর বরেন্দ্র প্রকৃতি ও স্থানীয় জীববৈচিত্র্যের চিত্র। আরো থাকছে, জেলেদের জীবিকা সংকট, ও River crisis in Bangladesh. শূন্য নদী, শুকনা বিল — তবু বিলজোয়ানা অভয়ারণ্য! -- এটা শুধু একটি ভ্রমণ ভিডিও নয়, বরং একেবারে মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরা একটি nature documentary vlog from Rajshahi যা পরিবেশ, লোকসংস্কৃতি গবেষক ও নৃবিজ্ঞানীদেরও কাজে লাগবে।

Comments

Popular posts from this blog

Smugglers-BDR Affair on Barendra Express

Jessore GOC, pilot killed in chopper crash

Will Altadighi come back to life?