শতাব্দি পরে রাসেলস ভাইপার | Russell's Viper returns
রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ নিয়ে গালগল্প তুঙ্গে। কেউ বলছেন, এই সাপ মানুষ দেখলে তেড়ে আসে, উড়ে এসে কামড় দেয়, অন্যরা বলছেন, রাসেলস ভাইপার পাকা সাঁতারু, বেজি নাই বলে এদের সংখ্যা বাড়ছে এবং এই সাপে কাটলে নিশ্চিত মৃত্যুদণ্ড, অ্যান্টিভেনম নাই। এত গল্পে সত্য কতটুকু? চন্দ্রবোড়া বাংলাদেশি না ভারতীয়? রাসেলস ভাইপার খায় কি? সে কার খাদ্য? সাঁতারু না হয়েও কিভাবে নদী দিয়ে ছড়ালো রাসেলস ভাইপার? সাপ নিধনের যে ঝড় উঠেছে তাতে ভাল না মন্দ, আসল রহস্য কি? প্রকৃত তথ্য জানতে আমি দু’জন বিশেষজ্ঞের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন, দিনে মাত্র দুই থেকে চার ঘন্টা জেগে থাকে অলস এই সাপ। সুন্দর রূপের আড়ালে ভয় জয় করে থাকে এদের মন। Watch the video এছাড়া নিচের বিষয়গুলো ভিডিওতে এসেছেঃ রাসেলস ভাইপার কতটা ভয়ংকর? রাসেলস ভাইপার আতঙ্ক কী সত্যিই উদ্বেগের, নাকি অহেতুক? রাসেল'স ভাইপার নিয়ে আসলেই কি এতো আতঙ্কের কিছু আছে? অ্যান্টিভেনম আছে? কোথায় আছে? কিভাবে কাজ করে? রাসেলস ভাইপার সাপ নিয়ে মানুষের মধ্যে তৈরি হওয়া আতঙ্ক কতটা যৌক্তিক? বিলুপ্ত প্রায় রাসেলস ভাইপার সাপের সংখ্যা বাড়ায় উদ্বিগ্ন পদ্মা পাড়ের মানুষ, রাসেল’স ভাইপ