রাজশাহীর আম পাড়া শুরু ১৫ মে থেকে
Source: District Administration
চলতি মৌসুমে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে রাজশাহী জেলা প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের ১৫ মে এর আগে আম বাজারজাত করা নিষিদ্ধ।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এবারের আম পাড়া কার্যক্রম। ২৫ মে থেকে গোপালভোগ, লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম সংগ্রহ করা যাবে।
হিমসাগর ও খিরসাপাত ৩০ মে থেকে এবং ল্যাংড়া ও ব্যানানা আম ১০ জুন থেকে সংগ্রহ করা যাবে। আম্রপালী ও ফজলি আম ১৫ জুন থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
বারি-৪ জাতের আম জুলাই ৫ থেকে, আশ্বিনা আম ১০ জুলাই থেকে, গৌড়মতি ১৫ জুলাই ও ইলামতিসহ সব জাতের আম ২০ আগস্ট থেকে সংগ্রহ করা যাবে।
কাটিমন এবং বিএআরআই-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যায়।
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাহী কর্মকর্তারা আম বাগান ও বাজার তদারকি করবেন এবং কেউ 'ম্যাংগো ক্যালেন্ডার' লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেবেন।
অপরিপক্ক ও ভেজাল আম বাজারজাতকরণ রোধে ২০১৫ সাল থেকে প্রতিবছর 'ম্যাংগো ক্যালেন্ডার' নির্ধারণ করে আসছে জেলা প্রশাসন।
সভায় আম চাষিরা আম পরিবহনে বিআরটিসির সরকারি ট্রাক ও ডাক পরিষেবা চালুর দাবি জানান। তারা মহাসড়কে আমের ট্রাক থেকে চাঁদাবাজির বিষয়ও তুলে ধরেন। এছাড়া রাজশাহীতে একটি আম প্যাকেজিং হাউস স্থাপনের দাবিও জানান তারা।
রেল কর্তৃপক্ষ ১০ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষিবিদ, ফল গবেষক, আমচাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মে গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হবে এবারের আম পাড়া কার্যক্রম। ২৫ মে থেকে গোপালভোগ, লকনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম সংগ্রহ করা যাবে।
হিমসাগর ও খিরসাপাত ৩০ মে থেকে এবং ল্যাংড়া ও ব্যানানা আম ১০ জুন থেকে সংগ্রহ করা যাবে। আম্রপালী ও ফজলি আম ১৫ জুন থেকে সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
বারি-৪ জাতের আম জুলাই ৫ থেকে, আশ্বিনা আম ১০ জুলাই থেকে, গৌড়মতি ১৫ জুলাই ও ইলামতিসহ সব জাতের আম ২০ আগস্ট থেকে সংগ্রহ করা যাবে।
কাটিমন এবং বিএআরআই-১১ জাতের আম সারা বছরই সংগ্রহ করা যায়।
সভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, নির্বাহী কর্মকর্তারা আম বাগান ও বাজার তদারকি করবেন এবং কেউ 'ম্যাংগো ক্যালেন্ডার' লঙ্ঘন করলে আইনানুগ ব্যবস্থা নেবেন।
অপরিপক্ক ও ভেজাল আম বাজারজাতকরণ রোধে ২০১৫ সাল থেকে প্রতিবছর 'ম্যাংগো ক্যালেন্ডার' নির্ধারণ করে আসছে জেলা প্রশাসন।
সভায় আম চাষিরা আম পরিবহনে বিআরটিসির সরকারি ট্রাক ও ডাক পরিষেবা চালুর দাবি জানান। তারা মহাসড়কে আমের ট্রাক থেকে চাঁদাবাজির বিষয়ও তুলে ধরেন। এছাড়া রাজশাহীতে একটি আম প্যাকেজিং হাউস স্থাপনের দাবিও জানান তারা।
রেল কর্তৃপক্ষ ১০ জুন থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে।
Comments
Post a Comment