Posts

রাজশাহীতে হিমাগারে আলুতে পচন, ১০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

Image
রাজশাহীর পবা উপজেলায় আমান কোল্ড স্টোরেজে রাখা আলুতে পচন ধরেছে। হিমাগারের শীতলীকরণ যন্ত্রের ত্রুটির কারণে আলু পচে যাওয়ার অভিযোগ তুলে কৃষকরা হিমাগার কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। হিমাগার কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, এখানে ১ লাখ ৬৬ হাজার বস্তা আলু আছে। ৫০ কেজির প্রতি বস্তা আলুর বর্তমান দাম ৬০০ টাকা। সব আলু নষ্ট হয়ে গেলে ক্ষতি হবে প্রায় ১০ কোটি টাকা। কৃষকদের দাবি, সব আলু পচে গেছে। বস্তায় একটা আলু পচে যাওয়া মানে সব আলু নষ্ট হওয়া। এগুলো আর খাওয়ার উপযোগী থাকে না। হিমাগারটিতে এমন পরিস্থিতিই তৈরি হয়েছে। আজ বুধবার সকালে শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম ঘর থেকে আলুর বস্তা বের করে হিমাগারের ভেতরেই বাতাস দেওয়া হচ্ছিল। তখনই কৃষকরা আলু পচে যাওয়ার কথা জানতে পারেন। ক্ষতিপূরণের দাবিতে তারা হিমাগারের সামনে বিক্ষোভ করতে থাকেন। হিমাগার কর্তৃপক্ষ আগামী ১০ দিনের মধ্যে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেয়। এরপর কৃষকেরা শান্ত হন। বিকেলে হিমাগারে গিয়ে দেখা গেছে, যে বস্তা খোলা হচ্ছে সেখান থেকেই বের হচ্ছে পচা আলু। হিমাগারের সামনে আলু চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেন, হিমাগারের গ্যাস মেশিন খারাপ থাকার পরও আলু তোলা হয়েছে।...

মাটি ফেলে সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

Image
রাজশাহীর পুঠিয়ায় মাটি ফেলে পাকা সড়ক নষ্ট করার অভিযোগে এমআর ব্রিকসের মালিক জেহের মোহাম্মদকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন। তিনি জানান, রাজশাহীতে এমআর নামে একটি ইটভাটা উপজেলার ধোকড়াকূল এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের উপর মাটি ফেলে সড়কটি নষ্ট করে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সড়ক নষ্ট হয়ে যাওয়ার কারণে জনসাধারণকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ইট ভাটার মালিককে বার বার সতর্ক করার পরেও তিনি তা শোনেননি বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, 'আজ সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।'

Framing schoolteacher: Headmaster lands in jail

Image
A court in Naogaon on Sunday sent the headmaster of Daul Barbakpur High School of Mohadebpur upazila to jail for his role behind the hijab controversy. Dharani Kanta Burman, the headmaster, appeared before the court of the senior judicial magistrate in Naogaon and sought bail in the case filed by Amodini Paul, the assistant headmistress of the school. The court heard from Dharani's lawyer and rejected his bail prayer. On April 6, Amodini scolded some students for not wearing school dresses during the assembly. The next day, around hundred locals laid siege to the school and ransacked its furniture blaming Amodini for scolding the students for not wearing hijab, instead of school dresses. Later, a committee, formed by the Mohadebpur upazila administration, investigated the incident and found some of the school teachers were involved in sparking off religious tension in the village by fabricating stories. On April 14, Amodini filed a case with Mohadebpur Police Station accusing five ...

Amodini Paul ‘framed': Some don't want her to be headmistress, school staffers say

The controversy surrounding a Hindu teacher in Naogaon was an attempt to cover up a long-running corruption by a small section of the school authorities, according to staffers. Amodini Paul, the assistant headmistress of Daul Barbakpur High School in Naogaon's Mohadevpur, was framed to look contentious by the section to prevent her from taking over from the school's outgoing headmaster, The Daily Star learnt after speaking with a host of staffers. The section wanted one of their own to succeed Dharani Kanta Barman as the school's headteacher but Paul was chosen on the recommendation of Mohd. Salim Uddin Tarafder, a lawmaker from Naogaon-3 constituency. Since taking over as the school's headmaster in 2011, Barman has indulged in corruption, according to the school's staffers The Daily Star spoke with. He misappropriated the student fees and interest income on stipend funds and traded on recruitment. In three village arbitrations held until last month, the headmaster ...

নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে সাম্প্রদায়িক অভিযোগের নেপথ্যে দুর্নীতি: তদন্ত প্রতিবেদন

নওগাঁর মহাদেবপুর উপজেলার দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে তোলা সাম্প্রদায়িক বিতর্কের পেছনে ছিল স্কুল কর্তৃপক্ষের একটি অংশের দীর্ঘদিনের দুর্নীতি ধামাচাপা দেওয়ার চেষ্টা। স্কুলের পোশাক না পরে আসায় শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের তদন্তের পর এ তথ্য বেরিয়ে এসেছে। মহাদেবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান সোমবার রাতে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই বিদ্যালয়ের কর্তৃপক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে শিক্ষক আমোদিনী পালকে 'পরিকল্পিতভাবে' বিতর্কিত করা হয়েছে। তদন্ত কমিটি এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বলে উল্লেখ করেন তিনি। সোমবার রাতে উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মালেকের নেতৃত্বে গঠন করা ৩ সদস্যের তদন্ত দল ইউএনওর কাছে প্রতিবেদন জমা দেয়। ইউএনও মো. মিজানুর রহমান রাত ৯টায় দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার স্বার্থে তদন্ত রিপোর্টটি এখনই সম্পুর্ন প্রকাশ করা যাচ্ছে না।' তবে তিনি প্রতিবেদন থেকে কিছু তথ্য উল্লেখ করেন। তদন্ত প্রতিবেদনে বলা...

Last of the ‘shokher hari’ potters | Artisans in Rajshahi struggling to preserve this cultural symbol

Image
What makes "Shokher Hari", (a decorative clay pot made in rural regions) unique is its colours and presentation. It bears testament to Bangalee craftsmanship and the utilitarian purpose of a pot -- making it one of the most unforgettable earthenwares in our region. However, this craft, popularly made in Rajshahi, and a symbol of art and culture -- is ceasing to exist due to a lack of support. Sushanta Kumar Paul (62), award-winning maestro of artisanal pottery from Bashantapur, Rajshahi, and his family members are considered to be the last potters in the country who have been preserving the craft. But at present, many of Paul's family members have started engaging in agriculture alongside pottery for survival. During a recent visit to Sushanta's residence at Basantapur village in Paba upazila, this correspondent saw rooms of his house filled with newly harvested onions. He said they never engaged in agriculture before, but began cultivating crops to survive the pandem...

চায়ের নুতন চল | New trend of cooking tea | Smoky mystery!

Image