শখের বশে মাছ ধরতে গিয়ে নতুন পেশার সন্ধান | আকিবের মাছ ধরার টোপ, চার রপ্তানি হচ্ছে এশিয়া ও ইউরোপে
সম্প্রতি এক বিকেলে শহরের মোল্লাপাড়ার একটি পুকুরে মাছ ধরছিলেন রাজশাহীর উদ্যোক্তা এইচ আতাউর রহমান আকিব। মাছ ধরার জন্য নিজের কারখানায় তৈরি টোপ ও চার ব্যবহার করছিলেন তিনি। প্রতিবারই বড় বড় মাছ তার ছিপে আটকা পড়ছিল। কিন্তু ধরার সঙ্গে সঙ্গে সব মাছই আবার পুকুরে ছেড়ে দিচ্ছিলেন তিনি। 'মাছ ধরা আমার শখ। এত মাছ আমার প্রয়োজন নেই। বরং আমার টোপ ও চার যে মাছকে বোকা বানাতে পারছে এটা দেখতে পারাতেই আমার সার্থকতা'- বলছিলেন আকিব। গত এপ্রিলে আকিবের সঙ্গে তার অফিসে, মাছ ধরার পুকুর পাড়ে ও কারখানায় বসে কথা হয় এই প্রতিবেদকের। মাছ শিকারের এমন নৈতিক ধারণা পাঁচ বছর আগে দেশে আকিবই আনুষ্ঠানিকভাবে প্রথম প্রচার শুরু করেন বলে জানান। তবে সেখানেই তিনি থেমে থাকেননি। শখের বশে তার মাছ ধরার নেশা থেকে নতুন এক পেশার সন্ধানও পেয়েছেন তিনি। রাজশাহী শহরের ঠাকুরমারা এলাকায় তার বাসভবন প্রাঙ্গণে টোপ ও চার তৈরির একটি কারখানা স্থাপন করেছেন। সেখানে প্রচলিত রাসায়নিক ও ক্ষতিকর পদ্ধতির বদলে তিনি বাণিজ্যিকভিত্তিতে পরিবেশবান্ধব টোপ ও চার তৈরি করছেন। ৪ বছরে আকিবের প্রতিষ্ঠান 'প্রিমিটিভ ফিশিং বাই আকিব' এর তৈরি টোপ ও চারের জনপ্রিয়...