Posts

Showing posts with the label local culture of heatwave

তাপদাহে ঝলসানো শহরে স্বস্তি যেখানে | Relief in heatwave havoc

Image
রাজশাহী শহরে তাপদাহ নুতন কিছু নয়। তারপরও আগের চেয়ে অনেক বেশি অসহ্য লাগছে এবছরের তাপপ্রবাহ। গবেষকরা বলছেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও মানুষের প্রকৃতির প্রতি বিরুপ আচরণের কারণে এরকম হচ্ছে। শহরের দক্ষিণ দিকে রয়েছে পদ্মা নদী। গ্রীষ্মে পানি কমে গেলে পদ্মার বুকে জেগে ওঠে একাধিক লাগুন (lagoon) বা উপহ্রদ বা অগভীর হ্র্রদ। এই লাগুনগুলিতে শুয়ে বসে সাঁতার কেটে মানুষ স্বস্তি লাভ করে। শহরে গ্রামে মানুষ ব্যাঙের বিয়ে দিচ্ছে বৃষ্টি কামনা করে।