Posts

Showing posts with the label Good Agricultural Practice

Mango Export: Growers innovate farming practices

Image
Anwarul Haque allows me to see one of the mangoes inside the bag. The rising quantity of mango exports has been changing the farming practices of the fruit in the Rajshahi region as farmers are now opting for more chemical-free mango production, agriculturists say. Farmers are now gradually adopting organic farming methods as they intend to meet the high standards, required by the international markets. This year, a total of 92,913 hectares of land has been brought under mango cultivation in Rajshahi, Chapainawabganj, Naogaon, and Natore, said Md Shamsul Wadud, regional additional director at Rajshahi Department of Agricultural Extension (DAE). A farm labourer covers a mango with a fruit bag that protects the fruit from pests, insects, rains, storms, and hailstorms.   But, safe or chemical-free mangoes were grown on only 630 hectares of land this year, which was around 500 hectares last year, said the DAE official. They have a plan to extend the area to 728 hectares next year, he said.

ইতালি যাচ্ছে রাজশাহীর পেয়ারা ও বরই

Image
ইতালিতে পাঠানোর জন্য রাজশাহী থেকে পেয়ারা ও বরই সংগ্রহ করতে শুরু করেছে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। উৎপাদনের তুলনায় ছোট পরিসরে এই সংগ্রহ প্রক্রিয়া শুরু হলেও কৃষি বিশেষজ্ঞরা এমন উদ্যোগকে স্থানীয় অর্থনীতিতে একটি সম্ভাব্য উন্নতির ইঙ্গিত হিসেবেই বিবেচনা করছেন। তারা বলছেন, এর মাধ্যমে রাজশাহীর আম ছাড়াও অন্যান্য ফলের জন্য বিদেশি বাজার খোঁজার নতুন প্রক্রিয়ার সূচনা হল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠান আদাব ইন্টারন্যাশনাল গত সপ্তাহের ২ দিনে রাজশাহীর বাঘা উপজেলায় উৎপাদিত ১ হাজার কেজি পেয়ারা ও ১০০ কেজি বরই কিনেছে। এই এলাকার ফল উৎপাদক শফিকুল ইসলামের সাদী এন্টারপ্রাইজ ও উদ্যোক্তা শাহীন ইকবালের বাগান থেকে সরাসরি এসব ফল সংগ্রহ করা হয়। বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শফিউল্লাহ সুলতান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারই প্রথম রাজশাহীর আম ছাড়া অন্য কোনো ফল বিদেশে রপ্তানি হচ্ছে। এটা ছিল রপ্তানির উদ্দেশ্যে চলতি মৌসুমের প্রথম ফলের চালান।' কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছর পেয়ারা ও বরই উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাব