Posts

Showing posts with the label Padma river

বনভূমি না শহর জীবন কোনটি ভাল?

Image
  নির্মল চরের বনভূমি শহর থেকে দূরে নয়। একবেলা দুইবেলার জন্য প্রেমতলীর নির্মল চরে গেলে সেখানকার শান্ত পরিবেশ আপনাকে আকর্ষণ করবেই। কিন্তু সেখানে বসবাস কতটুকু সম্ভব? রাজশাহী পদ্মাপাড়ে জেগে আছে অসংখ্য চর। সেখানে জীবনও চলে। কতটা সহজ চরে গড়ে তোলা বনভূমির জীবন? দেখুন ভিডিওতে।

হাঁটাপথে ঐতিহ্য বৈচিত্র - সম্পুর্ণ অংশ

Image
রাজশাহীতে পদ্মা নদীর পাড়ে তিন কিলোমিটার হেঁটেছি। পথের ধারের অভিজ্ঞতাগুলো বিভিন্ন পর্বে ভাগ করে আপনাদের সামনে তুলে ধরছি। রাজশাহী বোয়ালিয়া ক্লাব থেকে শুরু করে পদ্মা নদীর বাঁধের উপর দিয়ে সিমলা পার্ক, সিএন্ডবি মোড়, চিড়িয়াখানা হয়ে রাজশাহী টেনিস ক্লাব, এই তিন কিলোমিটার। দেখুন জীবনবৈচিত্র আর ঐতিহ্যের মাঝে আমার ভ্রমণ।