Posts

Showing posts with the label climate smart technology

Farming in Barind: Govt, NGO officials at odds

An altercation between NGO officials and government agricultural scientists broke out at a workshop in Rajshahi Circuit House yesterday, which was attended by Agriculture Minister Md Abdus Shahid. The workshop was jointly organised by DASCOH, World Bank's 2030 Water Resources Group (2030 WRG), and Coca-Cola Bangladesh Limited. During the workshop, the minister asked the government agriculturists what they have been doing, when NGOs are pointing out and solving different issues, which resulted in the altercation. Syeda Sitwat Shahed, consultant of Agricultural Water of 2030 WRG, presented a multimedia presentation at the beginning of the programme, where she described the necessity for adopting climate-smart technologies in Barind region and shared their experiences from the project titled "Introducing Water Efficient Technologies". She also called for reducing the water-requiring rice cultivation in the region, saying rice fields are emitting methane, accelerating global

‘এনজিওগুলো সমস্যা তুলে ধরছে-সমাধান করছে, সরকারের কৃষিবিদরা কী করছেন?’

রাজশাহী সার্কিট হাউজে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি কর্মশালায় এনজিও কর্মকর্তা ও কৃষি বিজ্ঞানীদের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই কর্মশালায় 'এনজিওগুলো যখন নানা সমস্যা তুলে ধরছে, সমাধান করছে, তখন সরকারের কৃষিবিদরা কী করছেন?' কৃষিমন্ত্রীর এমন প্রশ্নে বিতর্কের শুরু হয়। আজ শুক্রবার বিকেলে বেসরকারি সংস্থা ডাসকো, বিশ্বব্যাংকের ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ (২০৩০ ডব্লিউআরজি) এবং কোকাকোলা বাংলাদেশ লিমিটেড যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার শুরুতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন ২০৩০ ডব্লিউআরজির এগ্রিকালচারাল ওয়াটারের পরামর্শক সৈয়দা সিতওয়াত শাহেদ। উপস্থাপনায় তিনি বরেন্দ্র অঞ্চলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি গ্রহণের প্রয়োজনীয়তা এবং ইন্ট্রোডিউসিং ওয়াটার এফিসিয়েন্ট টেকনোলজিস (আইডব্লিউইটি) প্রকল্প থেকে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় পানি সংকটাপন্ন বরেন্দ্র অঞ্চলে ধান চাষ কমিয়ে আনার আহ্বান জানান তিনি। সৈয়দা সিতওয়াত শাহেদ যুক্তি তুলে ধরেন, ধানের ক্ষেতে যেমন বেশি পানি প্রয়োজন হচ্ছে, তেমনি সেখান থেকে পরিবেশের জন্য ক্ষতিকর মিথেন নির্গত করছে। মিথ