আদালতের পর্যবেক্ষণ: সমাজ ব্যবস্থাই নারীর প্রতি যৌন অপরাধের অন্যতম কারণ
রাজশাহীর একটি আদালত এক পর্যবেক্ষণে বলেছেন, বাংলাদেশে নারীদের প্রতি যৌন অপরাধের অন্যতম কারণ হচ্ছে দেশের সমাজ ব্যবস্থা, যেখানে যৌন অপরাধের শিকার নারীদের অপরাধীদের চেয়ে বেশি দায়ী করা হয়। আজ মঙ্গলবার বগুড়া জেলার কাহালু উপজেলায় ২০১৭ সালের জানুয়ারি মাসে সংঘটিত যৌন অপরাধের একটি মামলার রায় দেওয়ার সময়, রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই পর্যবেক্ষণ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা। রায়ে বলা হয়েছে, 'আমরা এমন এক সমাজ ব্যবস্থায় বাস করি যেখানে যৌন সংক্রান্ত অপরাধে অপরাধী নয়, ভিকটিম নারীকেই দোষারোপ করা হয়। সমাজ তার গায়ে এমনভাবে কালিমা লেপন করে, যেন তার দোষেই অপরাধ সংঘটিত হয়েছে।' 'আমাদের সিস্টেম ভিকটিমকে দায়ী করতে বাধ্য করে সেজন্যই এমন অপরাধ ঘটেছে। যৌন অপরাধের শিকার নারীরা নানান বৈষম্য এবং সামাজিক অবিচারের মুখোমুখি হয় এবং তারা তাদের সমাজে, এমনকি তাদের নিজের পরিবারেও কোণঠাসা হয়ে পড়েন।' পাবলিক প্রসিকিউটর ইসমত আরা বলেন, 'আদালত দৃষ্টান্ত স্থাপনের জন্য বগুড়ার মামলায় ভিকটিমকে সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন। আদালত ভিকটিমকে ছদ্...