সাঁওতাল কৃষকের মৃত্যু ‘সেচের পানি পাই না’ তদন্ত কমিটিকে জানালেন স্থানীয় কৃষকেরাও
সেচের পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়িতে ২ সাঁওতাল কৃষক আত্মহত্যা করেছেন বলে তদন্ত কমিটিকে জানিয়েছে স্থানীয় কৃষকরা। আজ মঙ্গলবার কৃষি মন্ত্রণালয়ের তদন্ত কমিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিদর্শনে গেলে কয়েকজন কৃষক তাদেরকে জানান, গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন ক্ষুদ্র কৃষকদের পানি দেন না। তিনি ঘুষ নিয়ে নিজের পছন্দের কৃষকদের পানি দেন। এদিকে অভিযুক্ত সাখাওয়াতের স্বজনরা কমিটিকে বলেছেন, ওই দুই কৃষকের পানির কোনো সংকট ছিল না। গত ২৭ মার্চ রাজশাহীতে বিষপানে দুই কৃষক- অভিনাথ মার্ডি (৩৬) ও রবি মার্ডির (২৭) আত্মহত্যার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কৃষি মন্ত্রণালয়। অভিযোগ ওঠে, সেচের পানি না পেয়ে তারা আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জুবাইর হোসেন বাবলুর নেতৃত্বে ৪ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন — রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, বিএডিসির (নাটোর) নির্বাহী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) সাজ্জাদ হোসেন এবং বিএমডিএর (নওগাঁ) নির্বাহী প্রকৌশলী সমশের আলী। কমিটিকে ২ কৃষকের মৃত্যুর কারণ অনুসন্ধান ও সময়মতো সেচের পানি না দেওয়ার অভিযোগ তদন্ত করে ...