রাজশাহীতে ৪ মাস প্রকাশ্যে প্রতারণার ফাঁদ পেতেছিল এমটিএফই
দুবাইভিত্তিক বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ (এমটিএফই) গ্রুপ ইনকরপোরেটেড রাজশাহী শহরে দপ্তর স্থাপন করে শত শত মানুষকে তাদের প্রতারণার ফাঁদে ফেলেছিল। প্রতারণার শিকার শহরের বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, এমটিএফই'র স্থানীয় কর্মীরা গত জুলাই পর্যন্ত অন্তত ৪ মাস প্রকাশ্যে কার্যক্রম চালিয়েছে। গত ২৩ জুলাই এমটিএফই'র বিরুদ্ধে 'আইনানুগ কর্তৃত্ব বহির্ভূত ই-ট্রানজেকশনের মাধ্যমে প্রতারণার' অভিযোগে আদালতে মামলা দায়ের করা হলে দুবাইভিত্তিক এই প্রতিষ্ঠানটির স্থানীয় কর্মীরা আত্মগোপন করেন। মামলা দায়েরের দিনই রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান ঘটনাটি 'গুরুত্বপূর্ণ' উল্লেখ করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) যৌথ দল গঠন করে তদন্ত করতে নির্দেশ দেন। তারপরও এমটিএফই'র কর্মীরা পাড়া-মহল্লায়, সামাজিক যোগাযোগমাধ্যমে 'রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখিয়ে' শত শত মানুষকে এমটিএফই স্মার্টফোন অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে 'লাখ লাখ টাকা বিনিয়েগে উদ্ব...