শস্য বৈচিত্রে বিভ্রান্ত ঝড় - 🌾একই ধানক্ষেতে ভিন্ন পরিণতি🌾
🌾 শুক্রবার (১৬/০৫/২০২৫) রাতের ঝড় একই এলাকায় একাধিক ধানক্ষেতের উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলেছে। কিছু ক্ষেত সম্পূর্ণ বিধ্বস্ত, আবার কিছু একেবারে অক্ষত। আমার কাছে মনে হয়েছে শস্য বৈচিত্রে বিভ্রান্ত ঝড় 😁 একই ধানের মাঠে ভিন্ন পরিণতি দেখা গেছে। কেন এই পার্থক্য? 👉 এই ভিডিওতে: আমরা দেখব 🌾 ঝড়ে ধানক্ষেতের সরাসরি ক্ষয়ক্ষতি 🌾 শস্য বৈচিত্র্যের কারণে কিছু ক্ষেত কিভাবে রক্ষা পেল 🌾 কৃষকদের বাস্তব অভিজ্ঞতা শস্য বৈচিত্র্য, ঝড়ের ক্ষতি, ধানক্ষেত, বাংলাদেশ কৃষি, Storm Damage, Crop Diversity, Paddy Fields, Farmers' story