Posts

Showing posts with the label Carina Nebula

ওয়েব স্পেস টেলিস্কোপের যাদুময় ছবিগুলো

Image
নাসার জেমসওয়েব টেলিস্কোপের তোলা যাদুময় এই ছবিগুলো গত কয়েকদিনে রিলিজ করা হয়েছে।  ছবিগুলো বর্ণনার প্রয়োজন ছিল না, কারণ যা আগে শুধু ছিল কল্পনায় তাই এখানে বাস্তব হয়ে ধরা দিয়েছে। মানুষের অসামান্য বিজয়। প্রথম ছবিতে তারারা মেঘদলের মত ছেয়ে আছে, এরই মাঝে কারিনা নেবুলা নামের নীহারিকার অংশবিশেষ মহাজাগতিক পাহাড়ের অসংখ্য চূড়ার আকার নিয়েছে। বাস্তবে এগুলো নানারকম গ্যাস ও ধুলোবালির স্তুপ। বলা হচ্ছে এই স্তুপগুলো শিশু তারা। অর্থাৎ, এখান থেকে হাজার হাজার বছর ধরে তারা তৈরী হয়। ধরে নেয়া যায় যে ছবি আমরা দেখছি তা থেকে অনেক তারা ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে। (হয়ত আমাদের প্রত্যেকের, মানে সকল প্রানী, গাছ বা একেকটা কোষেদের, প্রত্যেকের একটা বা একাধিক তারা আছে। পরের ছবিটি আরেকটি নীহারিকা। নাম সাউদার্ন রিং নেবুলা। বলা হচ্ছে এই নীহারিকার মাঝখানে যে ম্রিয়মান তারা দেখা যাচ্ছে সেখান থেকে বহুদিন ধরে গ্যাস ও ধুলো চারিদিকে ছড়িয়ে পরছে।  শেষের ছবিটা সবচেয়ে বিস্ময়কর। এটা স্টিফেনস কুইনটেট বা স্টিফেনের পঞ্চক নামে পরিচিত। এটা পাঁচটা ছায়াপথের একটা দল। অস্টাদশ শতাব্দিতে একে প্রথম দেখা যায়। এরা একে অপরকে টানছে, ঠেলে দিচ্ছে। নাসা বলছ