Posts

Showing posts with the label paddy cultivation

পানির ফাঁদে বরেন্দ্র অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক

Image
কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে অনেক গভীর নলকূপ অপারেটর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর ক্ষুদ্র কৃষকদের তাদের সেচের ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে। গ্রীষ্ম মৌসুমে ভূগর্ভস্থ পানির সংকট দেখা দেয়। সেইসময়ে পরিস্থিতির সুযোগ নিয়ে নলকূপ অপারেটররা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সেচের পানির জন্য দিনের পর দিন ঘোরাতে থাকে। অপারেটরা তাদের পাম্প থেকে পানি দিতে দেরি করে, এতে ক্ষুদ্র কৃষকেরা ঘন ঘন ফসলের ক্ষতির মুখে পরে। তারা এমন এক ফাঁদে পরে যায় যে একসময় আর পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। বাধ্য হয় নিজের জমি বিক্রি করে দিতে বা অন্যের কাছে জমি লিজ দিতে। অনেকে বেঁচে থাকার জন্য কৃষিকাজ ছেড়ে দিনমজুরে পরিণত হন। অনেকক্ষেত্রে নলকূপ অপারেটররা যাদের অর্থ ও রাজনৈতিক প্রভাব আছে তারা এই জমিগুলো কিনে নেয় বা নিজেদের ফসল ফলানোর জন্য ইজারা নেয়। দ্য ডেইলি স্টার বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকজন কৃষক, কৃষি বিশেষজ্ঞ এবং উন্নয়ন কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানতে পেরেছে। তারা বলেছেন, সচ্ছল কৃষক বা বহিরাগত ব্যবসায়ী যারা গ্রামে বিপুল পরিমান জমি লিজ নিয়ে কৃষিকাজ করে, নলকূপ অপারেটররা অতিরিক্ত অর্থের বিনিময়ে তাদের সময়মতো সেচে