Posts

Showing posts with the label Durga puja 2021

দুর্গা পূজা ২০২১ কাটল প্রতিবাদে, সীমিত আনন্দে | 'ঈশ্বর শিশুদের মধ্যে বাস করেন শিল্প হয়ে‘

Image
নানা বর্ণে, চিত্রে, প্রতিবাদে, আনন্দ, বিষাদে ও মঙ্গল কামনায় কেটে গেল এবার এবারের দুর্গা উৎসব। সচরাচর যে জাঁকজমক আনন্দমুখর পরিবেশ দেখা যায় তার অভাব ছিল। সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে পূজা মন্ডপে, হিন্দু অধ্যুষিত গ্রামে। এরই প্রভাব হয়ত পরেছে। রাজশাহী শহর এবং তার আশেপাশে প্রায় একশটার কম মন্ডপে পূজা হয়েছে। আমি অল্প কয়েকটিতে গিয়েছি। আমি দেখেছি চার বছরের এক শিশু ঢাক বাজিয়ে তাক লাগিয়ে দিয়েছে। একজন বিপাশা তালুকদারের কথা কানে এখনো বাজছে। তিনি বলেছেন,'ঈশ্বর বাচ্চাদের মধ্যে বাস করেন শিল্প হয়ে‘। কুমারী পূজা দেখেছি, দেখেছি প্রাণের উচ্ছাস। আনন্দে উদ্বেলিত হয়েছি, দেখেছি বুদ্ধিদীপ্ত নান্দনিক প্রতিবাদে সেজেছে পূজা মন্ডপ। আমার চোখে যে বিষয়গুলো ভাল লেগেছে, সেগুলো নিয়ে এই ভিডিও কনটেন্ট তৈরী করেছি।