মাটি ফেলে সড়ক নষ্ট করায় ইটভাটা মালিককে ৩ লাখ টাকা জরিমানা
রাজশাহীর পুঠিয়ায় মাটি ফেলে পাকা সড়ক নষ্ট করার অভিযোগে এমআর ব্রিকসের মালিক জেহের মোহাম্মদকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদণ্ডাদেশ দেন। তিনি জানান, রাজশাহীতে এমআর নামে একটি ইটভাটা উপজেলার ধোকড়াকূল এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের উপর মাটি ফেলে সড়কটি নষ্ট করে ফেলেছেন বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। সড়ক নষ্ট হয়ে যাওয়ার কারণে জনসাধারণকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। ইট ভাটার মালিককে বার বার সতর্ক করার পরেও তিনি তা শোনেননি বলে জানান এই কর্মকর্তা। তিনি বলেন, 'আজ সরেজমিনে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।'