‘নিজস্ব সাহিত্য শৈলী হাসান আজিজুল হককে চিরঞ্জীব করে রাখবে’
লেখকরা প্রায়শই তাদের ভিন্ন ভিন্ন সাহিত্য শৈলী উদ্ভাবনের ক্ষমতা থেকে আবির্ভূত হন এবং কঠিন বাস্তবতাগুলোকে সহজে হৃদয়ঙ্গম করার ক্ষমতার জন্য তারা চিরঞ্জীব হন। যেমন কলম্বিয়ান ঔপন্যাসিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের নিজস্ব অনন্য শৈলী ছিল। বাংলা সাহিত্যে হাসান আজিজুল হকও তেমনই ছিলেন। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আকরাম খানের ভাষ্যে এসব কথা উঠে এসেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার প্রাঙ্গণে হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন। আকরাম খান হাসান আজিজুল হকের দুটি ছোট গল্প— দেশভাগ নিয়ে 'খাঁচা' ও মুক্তিযুদ্ধের গল্প 'বিধবাদের কথা' চলচ্চিত্রে রূপ দিয়েছেন। দেশভাগ নিয়ে হাসান আজিজুল হকের আরেকটি গল্প 'উত্তর বসন্তে'র ওপর ভিত্তি করে তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। আকরাম খান বলেন, সাহিত্যে হাসান আজিজুল হকের পরিমিতিবোধ, তার ধ্বনিতত্ত্বের ব্যবহার এবং সমাজের বিশাল বিশাল ক্ষতগুলোকে সহজ ভাষায় পাঠকের কাছে উপস্থাপনের ক্ষমতা তাকে তার জায়গা আলাদা করে দিয়েছে। তিনি বলেন, চল্লিশের দশকের শেষের দিকে দেশভা...