মানুষ তৈরি দেরি নাই! | AI Tech ChatGPT
কৃত্ৰিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে। চ্যাট জিপিটি চালু হবার পর এআই নুতন মাত্রা পেয়েছে। চ্যাট জিপিটির মত এআই টেকনোলজির আবিষ্কার মানুষেরই জয়গান। তবে, প্রযুক্তির ব্যবহার মানুষ কিভাবে করছে এবং সেখানে মানবতা কতটুকু যুক্ত আছে, সেটাই মানবতার সফলতা বা ব্যর্থতা নির্ধারণ করবে। এই ভিডিওতে, এআইতে অগ্রগতি এবং নৈতিকতার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য এবং সমাজে এর প্রভাব সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আলোচনা করা হয়েছে। প্রযুক্তির ভবিষ্যত এবং মানবতার উপর এর প্রভাব সম্পর্কে তথ্যবহুল আলোচনার জন্য ভিডিওটি অবশ্যই দেখুন। মানুষ তৈরি দেরি নাই! | AI Tech ChatGPT Artificial intelligence (AI) is rapidly advancing, and with the launch of Chat GPT, it has taken on a new dimension. The discovery of AI technology like Chat GPT has brought immense joy to humans. However, the responsible use of AI technology and the degree of humanity involved in its development and usage will ultimately determine the success or the failure of humanity. In this video, we explore the delicate balance between progress and ethics in AI, and the diverse perspectives about its impact on society. Watch the video for an informative discussion on the future of technology and its impact on humanity.
Comments
Post a Comment