Posts

Showing posts from June, 2025

বৃষ্টিতে বোরো ধান নষ্ট: প্রযুক্তি যুগের নিষ্ঠুর বিস্ময়

Image
  ২০২৫ সালে দুই সপ্তাহের প্রলম্বিত বৃষ্টির আগাম খবর কৃষকের কাছে ছিল না। এটা প্রযুক্তি যুগের একটা নিষ্ঠুর বিস্ময়। নয় কি? আমনের পর এবার ঈদের আগে অনেক বোরো ধান নষ্ট হলো। জমিতে পাকা ধান থেকে গজিয়ে উঠেছে চারা। তবু দমবার নয় কৃষক। বুকে কান্না চেপে ধার দেনায় ঈদ পাড়ি দিতে হবে তাদেরকে। বর্গাচাষীদের অবস্থা কল্পনায় আনতে পারেন? কৃষকদের কথা, কারো দায় নেই, এটা প্রকৃতির দূর্যোগ। তারা কি এটা জানে, তাদের কাছে সময়মত দূর্যোগের খবর পৌঁছে দেয়ার দায় কারোর না কারোর ছিল? রাজপথের উদ্বেগ কৃষকদেরও ছুঁয়ে যায় হয়ত, কিন্তু কৃষি মাঠের বিপর্যয় আমরা কতক্ষণ সহ্য করতে পারবো?  ঈদের আগে বানানোর কোন ইচ্ছাই ছিল না। কিন্তু কৃষককে কান্না চাপা দিতে দেখে অন্য কোনখানে মন ঘুরাতে পারা গেল না। একটু খেয়াল করলে আপনিও সেটা দেখতে পারবেন।

শূন্য নদী, শুকনা বিল — তবু বিলজোয়ানা অভয়ারণ্য!

Image
রাজশাহীর বরেন্দ্র (Barind) অঞ্চলের একসময়ের প্রাণবন্ত শিব নদী (Shib River) আর বিলজোয়ানা বিল (Biljowana Wetland)। এখন সেখানে পানি নেই, মাঠ ফাটছে, নেই মাছ কিংবা পাখি। জেলেরা ছুটছে শহরে জীবিকার খোঁজে। এই পরিস্থিতিতে এলাকাটি হয়েছে 'Biljowana Wetland Wildlife Sanctuary'। সরকার জলজ প্রানীর অভয়ারণ্য ঘোষণা করলেও, স্থানীয়রা ভুগছে অনিশ্চয়তায়। এই ভিডিওতে দেখুন বাস্তব চিত্র — কী হারিয়েছে বিল, কী আশা জাগছে নুতন ঘোষণায়। যেখানে নদী শুকিয়ে গেছে, বিলে মাছ নেই, সেখানে অভয়ারণ্য কেমন করে কি করবে? এই ভিডিওতে দেখবেন বাস্তবের গল্প - কেমন করে Barind region environment বদলে গেছে, Fish crisis in Bangladesh কীভাবে প্রভাব ফেলছে, Climate change Barind অঞ্চলে কী ধরণের প্রভাব ফেলছে, এবং Dry wetland documentary হিসেবে বিলজোয়ানার তথা রাজশাহীর বরেন্দ্র প্রকৃতি ও স্থানীয় জীববৈচিত্র্যের চিত্র। আরো থাকছে, জেলেদের জীবিকা সংকট, ও River crisis in Bangladesh. শূন্য নদী, শুকনা বিল — তবু বিলজোয়ানা অভয়ারণ্য! -- এটা শুধু একটি ভ্রমণ ভিডিও নয়, বরং একেবারে মাঠ পর্যায়ের বাস্তবতা তুলে ধরা একটি nature documentary vlog ...