বৃষ্টিতে বোরো ধান নষ্ট: প্রযুক্তি যুগের নিষ্ঠুর বিস্ময়


 

২০২৫ সালে দুই সপ্তাহের প্রলম্বিত বৃষ্টির আগাম খবর কৃষকের কাছে ছিল না। এটা প্রযুক্তি যুগের একটা নিষ্ঠুর বিস্ময়। নয় কি? আমনের পর এবার ঈদের আগে অনেক বোরো ধান নষ্ট হলো। জমিতে পাকা ধান থেকে গজিয়ে উঠেছে চারা। তবু দমবার নয় কৃষক। বুকে কান্না চেপে ধার দেনায় ঈদ পাড়ি দিতে হবে তাদেরকে। বর্গাচাষীদের অবস্থা কল্পনায় আনতে পারেন? কৃষকদের কথা, কারো দায় নেই, এটা প্রকৃতির দূর্যোগ। তারা কি এটা জানে, তাদের কাছে সময়মত দূর্যোগের খবর পৌঁছে দেয়ার দায় কারোর না কারোর ছিল? রাজপথের উদ্বেগ কৃষকদেরও ছুঁয়ে যায় হয়ত, কিন্তু কৃষি মাঠের বিপর্যয় আমরা কতক্ষণ সহ্য করতে পারবো? 

ঈদের আগে বানানোর কোন ইচ্ছাই ছিল না। কিন্তু কৃষককে কান্না চাপা দিতে দেখে অন্য কোনখানে মন ঘুরাতে পারা গেল না। একটু খেয়াল করলে আপনিও সেটা দেখতে পারবেন।

Comments

Popular posts from this blog

Smugglers-BDR Affair on Barendra Express

Jessore GOC, pilot killed in chopper crash

Will Altadighi come back to life?