Traditional fishing trap 'Kol Dohar' | মাছ ধরার ফাঁদ ’কোল দোহার’ কি আবার জনপ্রিয় হচ্ছে?
বাঁশের খিল দিয়ে তৈরী মাছ ধরার ফাঁদ কোল দোহার।
মাছ ধরার আধুনিক নানান সরঞ্জামের প্রভাবে কোল দোহার হারিয়ে যাচ্ছে।
মৎস্য প্রজাতি ও জীববৈচিত্র্য রক্ষায় অনেক প্রকারের আধুনিক সরঞ্জাম নিষিদ্ধ থাকায় কোল দোহারের মত বাঁশের তৈরী মাছ ধরার নানান প্রাচীন ফাঁদ এখনো জেলেরা ব্যবহার করছে।
কোল দোহারের জনপ্রিয়তা কি ফিরে আসছে? কোল দোহার বানানোর শিল্পীদের সুদিন কি আবার ঘুরে আসছে?
এই ভিডিওতে এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখা হয়েছে। সেই সাথে দেখানো হয়েছে শিল্পীরা কিভাবে কোল দোহার তৈরী করেন এবং কিভাবে এই ফাঁদ কাজ করে।
ভিডিওটা দেখার পর মন্তব্য করে জানাবেন যে আপনার কেমন লেগেছে। কোল দোহার সম্পর্কে আপনার কি ভিন্ন কোন অভিজ্ঞতা আছে?
ভাল লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন। এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন।
Comments
Post a Comment