Posts

শস্য বৈচিত্রে বিভ্রান্ত ঝড় - 🌾একই ধানক্ষেতে ভিন্ন পরিণতি🌾

Image
  🌾 শুক্রবার (১৬/০৫/২০২৫) রাতের ঝড় একই এলাকায় একাধিক ধানক্ষেতের উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব ফেলেছে। কিছু ক্ষেত সম্পূর্ণ বিধ্বস্ত, আবার কিছু একেবারে অক্ষত। আমার কাছে মনে হয়েছে শস্য বৈচিত্রে বিভ্রান্ত ঝড় 😁 একই ধানের মাঠে ভিন্ন পরিণতি দেখা গেছে। কেন এই পার্থক্য?  👉 এই ভিডিওতে: আমরা দেখব  🌾 ঝড়ে ধানক্ষেতের সরাসরি ক্ষয়ক্ষতি  🌾 শস্য বৈচিত্র্যের কারণে কিছু ক্ষেত কিভাবে রক্ষা পেল  🌾 কৃষকদের বাস্তব অভিজ্ঞতা  শস্য বৈচিত্র্য, ঝড়ের ক্ষতি, ধানক্ষেত, বাংলাদেশ কৃষি, Storm Damage, Crop Diversity, Paddy Fields, Farmers' story  

বাংলাদেশের আম রপ্তানিতে এবার চীন

Image
  প্রতি বছর সর্বোচ্চ বাংলাদেশের আম রপ্তানি হয় যুক্তরাজ্যে। বাংলাদেশী তথা রাজশাহীর আমের বড় বাজার রয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে। চীনে আম রপ্তানির নুতন সুযোগ তৈরী হবার কারনে প্রশ্ন উঠেছে, চীন কি বাংলাদেশের আম রপ্তানিতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে যাবে? এই ভিডিও সেই সম্ভাবনা খুঁজে দেখা হয়েছে।

পতিসরের বাবুমশাইয়ের প্রেমে

Image
পতিসরের মানুষের প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেম আজও যে কত কত রুপে ফুটে ওঠে তার একটি ক্ষুদ্র অংশ নিয়ে এই ভিডিও - পতিসরের বাবুমশাইয়ের প্রেমে।

বোরো ধান চাষীরা যেসব সংগ্রামের মুখোমুখি

Image
বোরো ধান চাষের সংকট প্রায় চিরায়ত। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে নানা কারণে কৃষকদের ভোগান্তির মাত্রা আরো বেশি। সংকট মোকাবেলা করতে চাষের খরচ বৃদ্ধি পায়। এই ভিডিওতে কৃষকরা বলেছেন তারা যেসব সংগ্রামের মুখোমুখি হচ্ছেন এবং কিভাবে বোরো ধান চাষের সংকট মোকাবেলা করছেন।

আলু চাষীদের সাক্ষাতকার

Image
  আলু চাষীরা বর্ণনা করেছেন কিভাবে তারা ফলন ও মূল্য বিপর্যয়ের ভোগান্তিতে পরেছেন। আমাদের কৃষির অনেক সমস্যা ও সম্ভাবনা উঠে এসেছে তাদের কথায়। ভিডিও প্লেলিস্টের লিংক https://www.youtube.com/playlist?list=PLf8Its2F_TVe1653a38SY4BEOv8LRKIwc

আলু চাষে বিপর্যয় যে কারণে | বরেন্দ্র অঞ্চলে কৃষকের হাহাকার

Image
  আম, পান ও ধানের সাথে বরেন্দ্র অঞ্চলে আলু এখন অন্যতম প্রধান অর্থকরী ফসল। গত বছরে লাভবান হয়ে বিপুল সংখ্যক কৃষক এ বছর আলু চাষ করেছিলেন। অনেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু কৃষকরা বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি চাষীরা এবার আলু চাষে ও বাজার মূল্যে বিপর্যয়ের কবলে পড়েছেন। আবহাওয়া পরিবর্তনের ফলে শীতের তীব্রতা কম থাকায় আলুর ফলনে ব্যাপক প্রভাব পড়েছে। অন্যদিকে কোল্ড স্টোরেজ মালিকদের ভাড়া বৃদ্ধি ও সিন্ডিকেটের কারণে আলু চাষীদের অনেকে আলু সংরক্ষণ করতে ব্য়র্থ হচ্ছেন। অনেক ক্ষেত্রে মাঠে আলু নষ্ট হচ্ছে। কৃষকদের মধ্যে হাহাকার পড়ে গেছে।

স্লোগানের কন্ঠ

Image
 (প্রতীকী চিত্রটি এআই অংকিত, নিচের লিখা নয় 😁) ধীর পায়ে হেঁটে চলেছে স্লোগান। ক্লান্ত, কণ্ঠ খুঁজছে সে।   স্লোগানের পায়ের শব্দে ঘুম ভাঙে চেয়ারের। মধ্যরাত, না ভোররাত বোঝে না। নাপিতের দোকানের সিংহাসনী চেয়ার। নাপিত লাপাত্তা, ক’দিন দোকান খোলে না, চেয়ারের ঘুম সহসা ভাঙে না। এর মধ্যেই স্লোগানের আবির্ভাব।   ‘ …কোথায় আমার সেই দরাজ কন্ঠ?’ চেয়ার বলে, 'কে যায়?' স্লোগান উত্তর দেয়, 'বুঝেই তো ডাকছো, তাইনা?' হুম, তোকে স্বরে চেনা যায়। কোথায় যাস? যা বলার বলে ফেলো।   চেয়ার কটাক্ষ করে প্রশ্ন করে, 'খুব তো কদিন কণ্ঠে কণ্ঠে ফুটে বেড়াচ্ছিলি। এখন কি?' স্লোগান অবাক হয়ে বলে, 'এখন কি মানে? এখনো কি আমার পায়ের শব্দে তোমার বুক দুরু দুরু করছে না!' চেয়ারঃ কি অলক্ষুণে সব কথা বলিস! কাছে আয়! তোর মুখে কি শ্রুতিমধুর কিছু নেই? স্লোগানঃ আমি তো সুরে বাঁধা। শ্রমে ঘামে ব্যাথায় বঞ্চনায় হৃদয় নিংড়ে বের হই। হাজার কন্ঠে সাজি। তোমার কানে এত ঠেকে কেনো? চেয়ারঃ বইতে পারি নারে। ভারী লাগে, গলা চেপে আসে, পা কাঁপতে থাকে, প্রাণ বের হয়ে যাবে মনে হয়। স্লোগানঃ চিকিৎসা কর।   চেয়ারঃ লাভ নেই। ওই ইন্টারনেট আছে না! ওট...