রাবিতে ১ লাখ ২৮ হাজার ভর্তিচ্ছুর তীব্র আবাসন সংকটের আশঙ্কা
আবাসিক হল বন্ধ রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্তের কারণে আগামী অক্টোবরে প্রথম সপ্তাহে সারা দেশ থেকে আসা ১ লাখ ২৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী রাজশাহী শহরে তীব্র আবাসন সংকটের সম্মুখীন হতে পারেন। শিক্ষক, ছাত্র ও অভিভাবকরা এই আশঙ্কা প্রকাশ করে দ্য ডেইলি স্টারকে জানান, ভর্তি পরীক্ষার সময় দেশের নানা প্রান্ত থেকে রাজশাহী আসা ভর্তিচ্ছুদের অন্তত ৫০ শতাংশ ক্যাম্পাসের হলগুলোতে অবস্থান নেন। এবার হল বন্ধ থাকায় অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যারা দূরবর্তী অঞ্চল থেকে যারা রাজশাহীতে আসবেন তাদের আবাসন সংকট তীব্রভাবে মোকাবিলা করতে হতে পারে। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে বলেছে তাদের 'কিছুই করার ছিল না'। Main Gate of University of Rajshahi রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ডেইলি স্টারকে বলেন, 'আমি নিরুপায়। কোনো উপায় খুঁজে পাইনি। অত্যন্ত দুঃখিত যে আমরা ভর্তিচ্ছুদের বিশ্ববিদ্যালয়ে থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারিনি।' তিনি জানিয়েছেন যে মহামারি পরিস্থিতিতে হল খোলার সিদ্ধান্তকে সংশ্লিষ্...