ঠিক কাজটি করে বোকা বনে যাবার গল্প ‘ব্যালাড অফ বশির সাহেব’ । A review of D Block Band’s debut song

‘ব্যালাড অব বশির সাহেব’ ডি-ব্লক ব্যান্ডের প্রথম ষ্টুডিও সিঙ্গেল। গিটার প্রধান Blues টাইপের গান। এ গানে কল্পিত কর্মজীবি চরিত্র বশির সাহেবের গল্প বলা হয়েছে। তিনি সঠিক একটি কাজ করে কিভাবে বোকা বনে গেলেন এবং আত্মগ্লানিতে ডুবে গেলেন দেখানো হয়েছে। সঠিক কাজ, ভালো কাজ, ন্যায়সঙ্গত কাজ করা সাধারণ শিক্ষার অন্তর্গত। কিন্তু সময় আসে যখন শিক্ষা ফিকে হয়ে আসে। ভালো কাজ করা বোকামি, নির্বুদ্ধিতার নামান্তর হয়ে ওঠে। এটাই বশির সাহেবের ব্যালাড বা গাঁথায় ফুটে উঠেছে। চমৎকার গিটার ড্রামসের তালে তালে গভীর জীবনমুখী গল্পের কারনে গানটা আমার ভীষণ ভাল লেগেছে। নিতান্তই একজন শ্রোতা হিসেবে গানটা নিয়ে আলোচনা করেছি। ব্যালাড অব বশির সাহেব শোনার স্মার্ট লিংক: https://push.fm/fl/k8zzzzub ব্যালাড অব বশির সাহেব এর লিরিক ভিডিও: https://youtu.be/asOy2rILsf4

Comments

Popular posts from this blog

Smugglers-BDR Affair on Barendra Express

Jessore GOC, pilot killed in chopper crash